• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশজুড়ে মৃদু শৈত্যপ্রবাহের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক    ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

দেশজুড়ে জেঁকে বসেছে শীত। আকাশে সূর্যের দেখা মিললেও তা থাকছে ম্লান। ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ। এর সঙ্গে হিমালয় থেকে আসা শীতল বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। কনকনে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে। চলতি সপ্তাহের শেষের দিকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে শৈত্যপ্রবাহের প্রভাব আরও বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে। শনিবার সেখানে তাপমাত্রা নেমে আসে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত রোগের প্রকোপও বাড়ছে। জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে অনেক মানুষ।

রাজশাহী ও আশপাশের অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় রাজশাহীর স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।

রংপুরে গত এক সপ্তাহ ধরে তীব্র শীতের সঙ্গে ঘন কুয়াশা পড়ছে। এতে সবচেয়ে বেশি বিপর্যস্ত হচ্ছে নিম্নআয়ের মানুষ ও দিনমজুর পরিবারগুলো। রংপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৭ দশমিক ৫ ডিগ্রি।

রংপুর অফিসের আবহাওয়াবিদ মো. মোস্তাফিজার রহমান জানান, ২০ ডিসেম্বর থেকে সেখানে ঘন কুয়াশা শুরু হয়েছে। তবে আজ থেকে কুয়াশার প্রকোপ কিছুটা কমতে পারে এবং এর পরিবর্তে শৈত্যপ্রবাহের প্রভাব বাড়তে পারে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
দূষিত শহরের তালিকায় আজ দ্বিতীয় স্থানে ঢাকা
দূষিত শহরের তালিকায় আজ দ্বিতীয় স্থানে ঢাকা
আংশিক মেঘলা আকাশ, তাপমাত্রা অপরিবর্তিত
আংশিক মেঘলা আকাশ, তাপমাত্রা অপরিবর্তিত