• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাদির হত্যাকারী ফয়সাল ভারতে পালিয়েছে: ডিএমপি

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

ইনিকলাব মঞ্চের মুখপাত্র শরীপ ওসমান হাদির হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার একজন সহযোগী ভারতে পালিয়ে গেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম। রোববার (২৮ ডিসেম্ব সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “হত্যাকাণ্ডের পরপরই তারা আমিন বাজার যান। সেখান থেকে মানিকগঞ্জের কালামপুর গিয়ে প্রাইভেটকার যোগে ময়মনসিংহের হালুয়াঘাট হয়ে সীমান্ত পার হয়ে যান।”

অতিরিক্ত কমিশনার বলেন, “এ পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য ও আলামতে আমরা নিশ্চিত হয়েছি।”

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত ও রাজনৈতিক।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, মামলার তদন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং আগামী ৭ থেকে ৮ দিনের মধ্যে এ হত্যাকাণ্ডের মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ/ এমপি 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিচার শাহবাগ থেকেই আদায় হবে: জুমা
খুনি যত শক্তিশালী হোক বিচার শাহবাগ থেকেই আদায় হবে: জুমা
গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড
গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড
হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ
ইনকিলাব মঞ্চ হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ