• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাদি হত্যার বিচার হতে-ই হবে: হাবিব

নিজস্ব প্রতিবেদক    ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ পি.এম.
রাজধানী মান্ডা হায়দার আলী স্কুল এন্ড কলেজ মাঠে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, শরীফ উসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচার হতেই হবে।   

রোববার (২৮ ডিসেম্বর) রাজধানী মান্ডা হায়দার আলী স্কুল এন্ড কলেজ মাঠে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন, জনপ্রতিনিধি কখনো নেতা নন, তিনি জনগণের সেবক। নির্বাচিত জনপ্রতিনিধিকে জনগণের কাছে সর্বদা জবাবদিহির মধ্যে থাকতে হবে এবং এলাকার মানুষের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের পথপ্রদর্শক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

 তিনি বলেন, আমরা এমন একটি নির্বাচন চাই, যার মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে যেখানে ক্ষমতার আগে থাকবে জনগণ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন বলে জানান তিনি। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

হাবিবুর রশিদ হাবিব আরও বলেন, ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শরীফ উসমান হাজির হত্যার বিচার হতেই হবে জোর দিয়ে বলেন তিনি।

তিনি জানান, আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ এই নীতিতে দেশ পরিচালিত হবে। আগামী বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান
নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান
খালেদা জিয়া সংকটময় অবস্থায়: ডা. জাহিদ
খালেদা জিয়া সংকটময় অবস্থায়: ডা. জাহিদ
বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন তারেক রহমান
বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন তারেক রহমান