যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের বিতাড়িত করছে সৌদি আরব

জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর অভিবাসন নীতি কঠোর করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হচ্ছেন। তবে শুধু যুক্তরাষ্ট্র নয়, অন্য অনেক দেশও নানা কারণে ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে দেয়। গত পাঁচ বছরের পরিসংখ্যান দেখায়, শীর্ষে রয়েছে সৌদি আরব।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে সৌদি আরব থেকেই সর্বোচ্চ সংখ্যক ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। এর প্রধান কারণ অবৈধ সীমান্ত অতিক্রম নয়; বরং ভিসার মেয়াদ শেষ হওয়া, শ্রম আইন লঙ্ঘন, বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ, নিয়োগদাতার কাছ থেকে পালিয়ে যাওয়া এবং দেওয়ানি বা ফৌজদারি মামলায় জড়িয়ে পড়া।
রিয়াদের ভারতীয় মিশনের তথ্য অনুযায়ী, সৌদি আরব থেকে বিতাড়নের সংখ্যা ছিল-২০২১ সালে ৮ হাজার ৮৮৭, ২০২২ সালে ১০ হাজার ২৭৭, ২০২৩ সালে ১১ হাজার ৪৮৬, ২০২৪ সালে ৯ হাজার ২০৬ ও ২০২৫ সালে এখন পর্যন্ত ৭ হাজার ১৯ জন।
এর তুলনায় যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের বিতাড়নের সংখ্যা অনেক কম। ওয়াশিংটন ডিসি থেকে ২০২১ সালে ৮০৫ জন, ২০২২ সালে ৮৬২, ২০২৩ সালে ৬১৭, ২০২৪ সালে ১ হাজার ৩৬৮ ও ২০২৫ সালে ৩ হাজার ৪১৪ জন। অন্য শহর যেমন সানফ্রানসিসকো, নিউইয়র্ক, আটলান্টা, হিউস্টন ও শিকাগোতে সংখ্যা সাধারণত দুই অঙ্ক বা কম।
উল্লেখযোগ্যভাবে, অন্যান্য দেশ থেকেও ভারতীয়দের ফেরত পাঠানো হয়েছে। মিয়ানমার থেকে ১ হাজার ৫৯১, সংযুক্ত আরব আমিরাত থেকে ১ হাজার ৪৬৯, মালয়েশিয়া থেকে ১ হাজার ৪৮৫, বাহরাইন থেকে ৭৬৪, থাইল্যান্ড থেকে ৪৮১ ও কম্বোডিয়া থেকে ৩০৫ জনকে ফেরত পাঠানো হয়।
ভারত সরকার জানিয়েছে, বিদেশে থাকা নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ভারতীয় মিশনগুলো সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও প্রত্যাবাসনের কাজ করছে।
ভিওডি বাংলা/জা







