• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

র‍্যাবের অভিযানে ১২কেজি গাঁজাসহ আটক ৪ মাদক কারবারি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ পি.এম.
র‍্যাবের অভিযানে ১২কেজি গাঁজাসহ আটক ৪ মাদক কারবারি। ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাটে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযানে ১২ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আেকের সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করেছে র‌্যাব।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩-এর একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন,আতাউর রহমান (৩২),আনোয়ার হোসেন ভুট্টু (৩৬),জাইদুল ইসলাম (২৭) এবং  আফসানুল ইসলাম আপন (২৫)। তারা সকলে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বাসিন্দা। এ ঘটনায় রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার (২৭ডিসেম্বর) দুপুরে  গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/ প্রহলাদ মন্ডল সৈকত/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধের ১০০ মিটারে ধস
সারিয়াকান্দি যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধের ১০০ মিটারে ধস
পাগলীর কন্যা সন্তান প্রসব, পিতা হল না কেউ
পাগলীর কন্যা সন্তান প্রসব, পিতা হল না কেউ
বাকৃবিতে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
বাকৃবিতে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন