পাগলীর কন্যা সন্তান প্রসব, পিতা হল না কেউ

সাতক্ষীরা জেলার কালিগঞ্জের নলতায় মোছাঃ আরিফা নামে এক পাগলী সুন্দর ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু নবজাতকের পিতা কে তা কেউ জানে না।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নলতা মাধ্যমিক বিদ্যালয় সুপার মার্কেটের পিছনের একটি বিল্ডিংয়ের খোলা মেঝেতে এই সন্তান জন্ম দেন আরিফা।
জানা গেছে, মোছাঃ আরিফা আশাশুনী উপজেলার গোদাড়া গ্রামের ইক্তার আলীর কন্যা। সে মানসিক ভারসাম্যহীন হয়ে দীর্ঘদিন নলতা সহ আশেপাশের এলাকায় অবস্থান করছে। শনিবার দুপুরে পাগলী আরিফা তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। নলতা মাঠপাড়ার কয়েকজন সচেতন নারীরা আরিফার সন্তান প্রসবে সহযোগীতা করেন।
স্থানীয়রা বলেন, কোন ডাক্তারের সহযোগীতা ছাড়া ধননী দিয়ে শিশু কন্যার পৃথিবীতে আগমন ভালোভাবে হলেও পিতার পরিচয় জানা খুবই জরুরী। পাগলী আরিফা ও নবজাতক সুস্থ রয়েছেন বলেও জানান তারা। পরে স্থানীয়রা কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারকে অবহিত করলে তিনি তার প্রতিনিধি হিসাবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীকে ঘটনা স্থলে পাঠিয়ে দেন।
অর্ণা চক্রবর্তী সাংবাদিকদের বলেন, আমি ঘটনা স্থলে গিয়ে দেখতে পায়, পাগলী আরিফা একটি বিল্ডিংয়ের খোলা মাটিতে জীর্ণশীর্ণ ও অসুস্থ অবস্থায় পড়ে আছেন। কয়েক ঘন্টা আগে আরিফা সন্তান জন্ম দিয়েছে, এখনই তার চিকিৎসার প্রয়োজন। বাচ্চাটি জন্ম গ্রহণের পর পশ্চিম নলতার ইউসুফ-রীনা দম্পতি শিশুটিকে ডাক্তার দেখানো, দুগ্ধ পান ও গরম পোশাক পরিচ্ছদ দিয়ে নিজ বাড়িতে সেবা যত্ন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে নবজাতক ও তার মাকে চিকিৎসা, আইনি সহযোগীতা ও পরবর্তী পদক্ষেপ কি হবে তার জন্য কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন নলতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার ইব্রাহিম খলিল।
এই ঘটনার পর পুরো নলতা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নবজাতক ও তার মায়ের সুস্থতা কামনা করেছেন।
ভিওডি বাংলা/ আবদুল্লাহ আল মামুন/ আ







