রাজবাড়ী
ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে ছাত্রদলের মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে রাজবাড়ীতে মিছিল করেছে জেলা ছাত্রদল।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পথসভা।
পথসভায় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, সাবেক ভিপি একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, জেলা ছাত্রদল নেতা আসজাদ হোসেন আজাদ, খোরশেদ আলম মিলন, নয়ন দেওয়ান ও আতিক শিকদার।
এসময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনীত ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে ছাত্রদল ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে। তারা রাজবাড়ী-১ আসনে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং রাজবাড়ী-২ আসনে হারুন-অর-রশিদকে বিজয়ী করতে সর্বস্তরের জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হলে ফ্যামিলি কার্ড প্রদান, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিল্প-কারখানা স্থাপন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। এতে রাজবাড়ীর সামগ্রিক উন্নয়ন নতুন মাত্রা পাবে।
পথসভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ভিওডি বাংলা/ কামাল হোসেন/ আ







