• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ডাক পেয়েছেন অপু

নিজস্ব প্রতিবেদক    ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ পি.এম.
ছাত্রদলের সহ- সামাজিক যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোস্তাছিম বিল্লাহ অপু। ছবি-ফেসবুক

‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ডাক পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সামাজিক সহ-যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোস্তাছিম বিল্লাহ অপু।

বাংলাদেশের ইতিহাসে খুব সম্ভবত এই প্রথম কোনো রাজনৈতিক দল তাদের সুনির্দিষ্ট কর্মসূচি শহরের নাগরিক থেকে শুরু করে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার জন্য নিজের দলের নেতা থেকে কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করল। ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বিএনপি তার অঙ্গসংগঠন থেকে শুরু করে মূল দলের নেতা–কর্মীদের আটটি বিষয়ের ওপর প্রশিক্ষণ দিয়েছে।

দেশ গড়ার কর্মসূচি একদিকে যেমন ছিল প্রশিক্ষণ কর্মশালা, তেমনি অপর দিকে এ কর্মশালার মাধ্যমে জনপরিসরে বিএনপি দল হিসেবে মোটাদাগে জনগণের জন্য কী করবে তার একটি রূপরেখা দিয়েছে। ৯টি লিফলেটে স্বাস্থ্য, শিক্ষা, নারী, কৃষক, কর্মসংস্থান, ক্রীড়া, ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মের প্রধান, জলবায়ু ও কৃষি, দুর্নীতি ইত্যাদি বিষয়ে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা কী, তার জানান দিয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াতের সঙ্গে এনসিপি’র জোট সিদ্ধান্ত যায় না
জামায়াতের সঙ্গে এনসিপি’র জোট সিদ্ধান্ত যায় না
মায়ের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমান
প্রথম বারের মতো মায়ের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমান
হাদি হত্যার বিচার হতে-ই হবে: হাবিব
হাদি হত্যার বিচার হতে-ই হবে: হাবিব