• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৩ নাগরিককে বাংলাদেশে পুশইন করল বিএসএফ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি    ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ পি.এম.
পুশইন করা তিন ভারতীয় নাগরিক-ছবি-ভিওডি বাংলা

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চরবোয়ালমারী সীমান্ত দিয়ে নারীসহ তিন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করার অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে।

রোববার (২৮ ডিসেম্বর) ভোররাতে আন্তর্জাতিক মেইন পিলার ১০৫৯ নম্বর এলাকা দিয়ে ভারতের কুকুরমারা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশ করান বলে স্থানীয়রা জানান।

পুশইন হওয়া তিনজন হলেন-আসাম রাজ্যের নোয়াগাঁও জেলার সামগুরা থানার সালথা এলাকার বাসিন্দা আয়েশা বেগম (৫২), একই জেলার কলিয়াবর থানার আব্দুল জব্বার মিয়ার ছেলে রুস্তম আলী (৬৬) এবং রোহা থানার সমস আলীর ছেলে ইদ্রিস আলী (৪৬)।

স্থানীয় বাসিন্দা কফিল উদ্দিন, আনোয়ার হোসেন ও আজাহার আলী জানান, ভোররাতে একজন নারী ও দুইজন পুরুষকে বাংলাদেশে ঢুকতে দেখা যায়। তারা দাঁতভাঙ্গা ইউনিয়নের তেকানিগ্রাম-বাঘেরহাট বাজার এলাকায় ঘোরাঘুরি করছিলেন। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ভারতের নাগরিক বলে পরিচয় দেন।

এ বিষয়ে গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মানিক মিয়া জানান, বিএসএফ কর্তৃক নারীসহ তিনজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার বিষয়টি সত্য। তবে বর্তমানে তারা কোথায় অবস্থান করছেন তা জানা যায়নি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধের ১০০ মিটারে ধস
সারিয়াকান্দি যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধের ১০০ মিটারে ধস
পাগলীর কন্যা সন্তান প্রসব, পিতা হল না কেউ
পাগলীর কন্যা সন্তান প্রসব, পিতা হল না কেউ
বাকৃবিতে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
বাকৃবিতে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন