• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাপের সঙ্গে কবরে শুয়ে সাহসী অভিজ্ঞতা তৌসিফের

বিনোদন ডেস্ক    ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ পি.এম.
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব -ছবি-ভিওডি বাংলা

ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব। ক্যারিয়ারে অসংখ্য নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। তবে একটি নাটকের শুটিংয়ের অভিজ্ঞতা তার জীবনের দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছে। সম্প্রতি আরটিভির এক আড্ডায় সেই ভয়ংকর ও রোমহর্ষক স্মৃতির কথা শেয়ার করেছেন এই অভিনেতা।

তৌসিফ জানান, একটি নাটকের শুটিংয়ের জন্য তাকে কবরে শুয়ে থাকতে হয়েছিল, যেখানে দৃশ্যটি ছিল তার লাশের মতো। দাফনের প্রস্তুতির মতো করেই তাকে কবরে শোয়ানো হয়, কিন্তু মাটির পরিবর্তে তার শরীরের ওপর ৫ থেকে ৬টি সাপ রাখা হয়েছিল।

সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে তৌসিফ বলেন, “ব্যক্তিগত জীবনে আমি সাপকে প্রচণ্ড ভয় পাই। কবরে শুয়ে থাকার অভিজ্ঞতা আমাকে মানুষ হিসেবে অনেক বদলে দিয়েছে। মানুষ কেন পৃথিবীতে এসেছে এবং কী নিয়ে যাবে-এই বিষয়টি আমার মনে ৫-১০ বছর পর আসার কথা ছিল। কিন্তু ওই একটি ঘটনাই আমাকে অনেক আগে ভাবিয়ে তুলেছে। এই সাহসের বিনিময়ে আমি এমন কিছু উপলব্ধি করেছি যা আমার ব্যক্তিত্ব বদলে দিয়েছে।”

আলাপচারিতায় তৌসিফ তার ভক্তদের পাগলামি নিয়েও কথা বলেন। তার কথায়, আদি নামে তার এক ভক্ত রয়েছেন যিনি ইতালিতে থাকেন। সেই ভক্ত শুধুমাত্র তৌসিফের সঙ্গে দেখা করার জন্য বাংলাদেশে ছুটে আসেন। এমনকি তৌসিফের জন্মদিনে ইতালিতে বিশাল কেক কেটে উদযাপন করেন সেই ভক্ত ও তার বিদেশি বন্ধুরা।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড
ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড
বলিউডে শ্রদ্ধার কাজ না পাওয়ার গুঞ্জন
শক্তি কাপুরের মন্তব্য বলিউডে শ্রদ্ধার কাজ না পাওয়ার গুঞ্জন
ফের প্রেমে জড়ালেন বিল গেটসকন্যা
ফের প্রেমে জড়ালেন বিল গেটসকন্যা