মুগধা হাসপাতাল সংলগ্ন সড়ক দ্রুত সংস্কারের দাবি বিএনপির

মুগধা হাসপাতাল ও সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় চলাচলের অনুপযোগী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা।
রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর মুগদায় এ মানববন্ধন করে।

মানববন্ধনে ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার না থাকায় দেশে জবাবদিহিতা নেই। যার ফল ভোগ করছে সাধারণ মানুষ। মুগধা হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র হলেও হাসপাতাল ও পাশের স্কুলে যাতায়াতের সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এতে রোগী ও শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে।
তিনি বলেন, “এই রাস্তায় চলাচল করতে গিয়ে অসুস্থ রোগীরা আরও গুরুতর অসুস্থ হয়ে পড়ছে। আমরা চাই অচিরেই এই সড়কের উপযুক্ত সংস্কার কাজ সম্পন্ন হোক।
বিএনপি এই নেতা বলেন, মুগধা হাসপাতালটি বিএনপি সরকারের আমলে ২০০১-২০০৫ সালে তৎকালীন নেতা মির্জা আব্বাস ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে নির্মিত হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটি উদ্বোধন করেছিলেন।
তিনি জানান, বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। দাবি আদায় না হলে প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে সিটি কর্পোরেশন অফিস ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
তিনি বলেন, “আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এলে ১৮ কোটি মানুষের বাংলাদেশ গড়তে জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন নিশ্চিত করা হবে এই অঙ্গীকার নিয়েই আমরা কাজ করছি।
মানববন্ধনে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/জা







