রাজবাড়ী
হাদি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় শহীদ আব্দুল গণি চত্বরে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। পরে আন্দোলনকারীরা ঢাকা–খুলনা মহাসড়ক প্রায় ২০ মিনিট অবরোধ করে রাখেন। এতে সড়কের তিনদিকে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করলে, যান চলাচল স্বাভাবিক হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক তুষার পাটোয়ারী, শাওন আফ্রিদি শিপন, নাঈম বিশ্বাস, আল আরাফাত ইমন, মিরাজুল ইসলাম মিরাজ, সাজিম, রিজভীসহ অন্যান্যরা। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে ওসমান হাদি হত্যার প্রতিবাদ জানান।
এ সময় বক্তারা বলেন, ওসমান হাদি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ও আপসহীন কণ্ঠ। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। অথচ হত্যার সঙ্গে জড়িতরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা প্রশাসনের চরম ব্যর্থতার পরিচয়।
বক্তারা আরও বলেন, দ্রুত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
ভিওডি বাংলা/ কামাল হোসেন/ আ







