• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ

গফরগাঁও প্রতিনিধি    ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ এ.এম.
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

রেলওয়ে সূত্র জানিয়েছে, প্রায় ২০ ফুট রেললাইন খুলে ফেলার কারণেই ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ঢাকা–ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ঘটনাস্থলে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল কাজ করছে। দ্রুত যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

পুলিশ জানায়, সোমবার ভোর ৫টা ১০ মিনিটে গফরগাঁও রেলস্টেশনে ঢোকার আগে এ দুর্ঘটনা ঘটে। যার কারণে ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ আছে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় শিশু শিক্ষার্থী হাফসা হত্যার প্রতিবাদে বিক্ষোভ
পাবনায় শিশু শিক্ষার্থী হাফসা হত্যার প্রতিবাদে বিক্ষোভ
২৪ টি কেন্দ্রে সুষ্ঠভাবে জুনিয়র ও দাখিল বৃত্তি পরীক্ষা
রাজশাহীর ২৪ টি কেন্দ্রে সুষ্ঠভাবে জুনিয়র ও দাখিল বৃত্তি পরীক্ষা
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় বিপর্যস্ত রাজশাহীর জনজীবন
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় বিপর্যস্ত রাজশাহীর জনজীবন