• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডা. আউয়াল

মানবিক ও উদার রাজনীতির অনন্য উদাহরণ তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ পি.এম.
কথা বলছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল। সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল বলেছেন, “নিজের কটূক্তিকারীরও মুক্তি চেয়ে যে নেতা মানবিকতা ও উদার রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন, তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর মাদারটেক আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ঢাকা-৯ আসনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

ডা. আউয়াল বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতদিন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়েছিলেন সেই প্রসঙ্গে কেএম শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি কটুক্তি করে গ্রেপ্তার হলে, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং তাকে মুক্তির দাবি জানাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে তাৎক্ষণিকভাবে প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন।

জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ঢাকা-৯ আসনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা।

তিনি বলেন, “একজন রাজনীতিক নিজের কটূক্তিকারীরও মুক্তি চান বাংলাদেশের রাজনীতিতে এমন নজির আগে কখনো দেখা যায়নি। এটি উদার ও মানবিক রাজনীতির অনন্য উদাহরণ।

ডা. আউয়াল আরও বলেন, জামায়াত একাত্তরের স্বাধীনতার বিরুদ্ধে ছিল তার জন্য, আওয়ামী লীগ ২৪ এর ছাত্র-জনতা হত্যা করেছে। অতীতে বড় বড় অপরাধ সংঘটিত হলেও অনেক রাজনৈতিক নেতা কখনো জনগণের কাছে দুঃখ প্রকাশ করেননি। কিন্তু তারেক রহমান জনগণের সামান্য ভোগান্তির জন্যও দুঃখ প্রকাশ করেছেন, যা তাকে মহিমান্বিত করেছে।

তিনি বলেন, ‘তারেক রহমান রাষ্ট্র পরিচালনার জন্য ৩১ দফা প্রস্তাবনা দিয়েছেন। এই ৩১ দফার মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা সমাধান করা ফ্যামিলি কার্ড, ফার্মারস কার্ড, হেলথ কার্ডের মতো বাস্তবভিত্তিক কর্মসূচির মাধ্যমে।’

ছাত্রদল নেতা আউয়াল বলেন, ক্ষুধার্ত মানুষ বিমূর্ত রাজনৈতিক দর্শন বোঝে না, তারা বোঝে খাবার, চিকিৎসা ও নিরাপত্তা। ৩১ দফা সেই বাস্তব চাহিদার প্রতিফলন।

তিনি আরও বলেন, ‘ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা পারিবারিক ও সামাজিক নির্যাতন থেকে সুরক্ষা পাবে, তাদের মর্যাদা নিশ্চিত হবে। হেলথ কার্ডের মাধ্যমে সরকারি হাসপাতালে চিকিৎসা পেতে ভোগান্তি কমবে।’

ডা. আউয়াল বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছাত্র রাজনীতির নতুন দিক নির্দেশনা দিয়েছে। অতীতের ফ্যাসিবাদী ছাত্র রাজনীতির পুনরাবৃত্তি আর চলবে না।

তিনি ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাদের রাজনীতির ধারা বদলাতে হবে। জনগণের কাছে তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব।’

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ঢাকা নয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার, থানা ওয়ার্ড ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন প্রজন্মের সব ভোট ধানের শীষের পক্ষে হোক
আবদুস সালাম নতুন প্রজন্মের সব ভোট ধানের শীষের পক্ষে হোক
তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন সালাম-ডোনার
ঢাকা-১৭ আসন তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন সালাম-ডোনার
সোমবার খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা দেয়া হবে
সোমবার খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা দেয়া হবে