• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-৪

মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি মনোনীত প্রার্থী রবিন

নিজস্ব প্রতিবেদক    ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর ১৭৭ ঢাকা-৪ সংসদীয় আসনের "ধানের শীষ" প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

সোমবার (২৯ ডিসেম্বর) সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় রবিন বলেন, আমার এলাকার মানুষ সবসময় আমার পাশে দাঁড়িয়েছেন। তারা আমাকে সহযোগিতা করেছেন, সাহস দিয়েছেন এবং এলাকার মানুষের সুবিধা ও অসুবিধা সম্পর্কে আমি ভালোভাবে জানি। আমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি। আমার বাবা এই এলাকার সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এই এলাকার যত উন্নয়ন হয়েছে যত শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কালভার্ট, রাস্তা-ঘাট সবই বিএনপির আমলে হয়েছে। ব্যাপক উন্নয়ন ঘটেছে বিএনপির আমলে। 

তিনি বলেন, বিগত বছরগুলিতে একেবারেই কিছু হয়নি। তাই মানুষ এখন অনেক আকুল, তারা আশা করছে যে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকার মানুষের প্রতি দায়বদ্ধ থাকবে, তাদের কর্মকাণ্ডে দুর্নীতিমুক্তি ও স্বচ্ছতা নিশ্চিত হবে।

তিনি আরো বলেন, আমরা সকলে মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের নেতৃত্বে যারা মনোনীত হয়েছি, আমরা দিনরাত পরিশ্রম করব। মার্চের পর থেকে আমরা বিভিন্ন ওয়ার্ডে মতবিনিময় সভা ও উঠান বৈঠক করছি। সেখানে এলাকার বিশেষ করে শ্রদ্ধেয় মুরুব্বি থেকে শুরু করে আলেম সমাজের প্রতিনিধিদের সঙ্গে আমাদের তরুণ যুবকরা এবং নারীরা তাঁদের প্রত্যাশা নিয়ে আমাদের কাছে এসেছে। আমরা তাদের দ্বারেও গিয়েছি, তাদের কথা শুনেছি। ইতিমধ্যে আমাদের ঢাকা চার-এর নয়টি ওয়ার্ডে সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে।

রবিন বলেন, মানুষের ভালোবাসায় আমি যদি নির্বাচিত হই। নির্বাচনের ঠিক পরের দিন থেকে,  আমি সেই এলাকার মানুষের সমস্যা সমাধানে কাজ শুরু করব এবং তাদের প্রত্যাশা পূরণে নিয়োজিত থাকব।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানবিক ও উদার রাজনীতির অনন্য উদাহরণ তারেক রহমান
ডা. আউয়াল মানবিক ও উদার রাজনীতির অনন্য উদাহরণ তারেক রহমান
নতুন প্রজন্মের সব ভোট ধানের শীষের পক্ষে হোক
আবদুস সালাম নতুন প্রজন্মের সব ভোট ধানের শীষের পক্ষে হোক
তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন সালাম-ডোনার
ঢাকা-১৭ আসন তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন সালাম-ডোনার