• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ পি.এম.
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দৃশ্য। ছবি-ভিওডি বাংলা

দীর্ঘ দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের পর তিনি সেখানে যাবেন। এ উপলক্ষে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সোমবার দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে কার্যালয়ের মূল ফটক বন্ধ করে রাখা হয়। সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করছেন। 

এদিকে কার্যালয়ের সামনে র‍্যাবের একটি ডগ স্কোয়াড টিম অপেক্ষমাণ রয়েছে। কিছুক্ষণ পূর্বে সুইপিং কার্যক্রম শেষ করা হয়েছে বলে জানা গেছে।

এছাড়াও সিএসএফ ঘিরে রেখেছে পুরো কার্যালয়। এ ছাড়া পুরো নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে কঠোর নজরদারি। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয়েছে দলীয় কার্যালয়। তাকে স্বাগত জানিয়ে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানাবেন।

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী রয়েছেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানবিক ও উদার রাজনীতির অনন্য উদাহরণ তারেক রহমান
ডা. আউয়াল মানবিক ও উদার রাজনীতির অনন্য উদাহরণ তারেক রহমান
নতুন প্রজন্মের সব ভোট ধানের শীষের পক্ষে হোক
আবদুস সালাম নতুন প্রজন্মের সব ভোট ধানের শীষের পক্ষে হোক
তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন সালাম-ডোনার
ঢাকা-১৭ আসন তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন সালাম-ডোনার