• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গ্লোব সকারেও সেরা দেম্বেলে, রোনালদোর ঘোষণায় হাজার গোল

স্পোর্টস ডেস্ক    ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ পি.এম.
ক্রিশ্চিয়ানো রোনালদো ও উসমান দেম্বেলে। সংগৃহীত ছবি

২০২৫ সালকে স্মরণীয় করে রাখতে যা যা পাওয়ার ছিল, তার প্রায় সবই অর্জন করেছেন উসমান দেম্বেলে। প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি) ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দিতে অসামান্য ভূমিকা রাখেন ফরাসি এই উইঙ্গার। সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে আগেই জিতেছেন ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। বছর শেষ হওয়ার আগে এবার দুবাইয়ে অনুষ্ঠিত গ্লোব সকার অ্যাওয়ার্ডসেও ‘সেরা পুরুষ খেলোয়াড়’-এর স্বীকৃতি পেলেন দেম্বেলে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ফুটবলের সেরাদের সম্মানে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে আলো কাড়েন বিশ্বের তারকারা। তাদের মধ্যে শীর্ষ পুরস্কার ওঠে দেম্বেলের হাতেই। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৩৫ গোল করে দলকে একাধিক শিরোপা এনে দেন তিনি। লিগ ওয়ান ও ফরাসি কাপসহ মোট ছয়টি ট্রফি জেতা দেম্বেলে এই পুরস্কার জয়ের পথে কিলিয়ান এমবাপে, রাফিনহা ও লামিন ইয়ামালকে পেছনে ফেলেন।

ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরার পর গ্লোব সকার অ্যাওয়ার্ডসের শীর্ষ পুরস্কারেও দেম্বেলের কাছে হার মানেন বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল। তবে ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড খালি হাতে ফেরেননি। তিনি জিতেছেন ‘সেরা ফরোয়ার্ড’ পুরস্কার এবং ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা অ্যাওয়ার্ড। প্রয়াত কিংবদন্তি ম্যারাডোনার সম্মানে ফুটবলে অসাধারণ দক্ষতা ও প্রতিভার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়। 

অন্যদিকে, আল নাসরের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো জিতেছেন ‘বর্ষসেরা মধ্যপ্রাচ্যের খেলোয়াড়’ পুরস্কার। ক্যারিয়ারে ৯৫৬ গোল করা এই পর্তুগিজ সুপারস্টার পুরস্কার গ্রহণের সময় এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করার প্রত্যয় ব্যক্ত করেন। করিম বেনজেমা ও রিয়াদ মাহরেজদের পেছনে ফেলে পুরস্কার জিতে রোনালদো বলেন, “আমার লক্ষ্য এখনও গোল করে যাওয়া। আরও ট্রফি জিততে চাই এবং নতুন ব্যক্তিগত লক্ষ্য অর্জন করতে চাই। ইনজুরিতে না পড়লে আমি এক হাজার গোল করবই।”

২০২৫ গ্লোব সকার অ্যাওয়ার্ডসের অন্যান্য বিজয়ী

  • সেরা উদীয়মান খেলোয়াড়: দেজিরে দুয়ে (পিএসজি)
  • সেরা ফরোয়ার্ড: লামিন ইয়ামাল (বার্সেলোনা)
  • সেরা কোচ: লুইস এনরিকে (পিএসজি)
  • মিডল ইস্ট সেরা খেলোয়াড়: ক্রিশ্চিয়ানো রোনালদো (আল নাসর)
  • সেরা ক্লাব: প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)

 

ভিওডি বাংলা/ আরিফ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জোড়া হারের পরে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নোয়াখালী এক্সপ্রেসের
জোড়া হারের পরে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নোয়াখালী এক্সপ্রেসের
মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী
মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী
শান্তর সেঞ্চুরিতে রাজশাহীর দাপুটে জয়
শান্তর সেঞ্চুরিতে রাজশাহীর দাপুটে জয়