মাদারীপুর-২
মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি’র জাহান্দার আলি মিয়া

মাদারীপুর-২ (সদর ও রাজৈর একাংশ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলি মিয়া।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়া শেষে জাহান্দার আলি মিয়া বলেন, তারেক রহমান যে দিন বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন, ওই দিন থেকেই নির্বাচনী মাঠে যে অস্থিতিশীলতা ছিল, সেটি অনেকটা কাটতে শুরু করে। যেদিন তিনি দেশে নেমেছেন, ওই দিন থেকে সব ধরনের অস্থিতিশীলতা-অনিশ্চয়তা কেটে গেছে। দেশ নির্বাচনের দিকে যাচ্ছে এবং সুষ্ঠু-সুন্দর একটি নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি। এ সময় তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
মাদারীপুরে ৩টি আসনের মধ্যে ৩ টিতেই প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে মাদারীপুর-১ আসনে নাদিরা মিঠু, মাদারীপুর-২ জাহান্দার আলি মিয়া এবং মাদারীপুর-৩ আনিছুর রহমান খোকন তালুকদার।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আজ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। ২২ জানুয়ারি প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।
ভিওডি বাংলা/ মহিবুল আহসান লিমন/ আ







