• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির প্রার্থী ঝুমা

ভিওডি বাংলা ডেস্ক    ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ পি.এম.
এসিপি নেত্রী অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা। সংগৃহীত ছবি

জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় সংগঠক ও খাগড়াছড়ি আসনের প্রার্থী অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা। তিনি একই সঙ্গে এনসিপির খাগড়াছড়ি জেলা শাখার প্রধান সমন্বয়কারীর দায়িত্বও পালন করছেন।

রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ঝুমা।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, এনসিপি প্রাথমিকভাবে যে ১২৫টি আসনে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তার মধ্যে খাগড়াছড়ি-২৯৮ নম্বর আসনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে তাকে মনোনীত করা হয়। গত ২৪ ডিসেম্বর তার পক্ষে দলের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মনোনয়নপত্র উত্তোলন করেন।

তিনি জানান, সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তবে তার আগেই তিনি দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। “আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না। তবে আমি বিশ্বাস করি, তরুণরা সংসদে যাবে—আজ না হলেও কাল,”—লেখেন ঝুমা।

জানা গেছে, মূলত জামায়াতসহ আট দলের সঙ্গে জোট গঠনকে কেন্দ্র করে এনসিপির ভেতরে বিভক্তি শুরু হয়। এর জেরে একে একে বেশ কয়েকজন নেতা-কর্মী দল থেকে পদত্যাগ করেন, আবার কেউ কেউ স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেন। 

এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এনসিপি থেকে পদত্যাগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমর্থন জানান দলটির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। দুই দিন পর শনিবার (২৭ ডিসেম্বর) পদত্যাগের ঘোষণা দেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

এ ছাড়া রোববার (২৮ ডিসেম্বর) এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন, দলের কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী ও মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি আজাদ খান ভাসানী এবং ফেনী-৩ আসনে এনসিপির মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ আবুল কাশেমও পদত্যাগের ঘোষণা দেন।

এর আগে জামায়াতের সঙ্গে জোট গঠনের প্রতিবাদ জানিয়ে নওগাঁ-৫ আসনে এনসিপির সংসদ সদস্য প্রার্থী ও দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে
সামান্তা শারমিন এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে
এনসিপির আরও তিন নেত্রীর ফেসবুক পোস্ট
এনসিপির আরও তিন নেত্রীর ফেসবুক পোস্ট
স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়বেন তাসনিম জারা
এনসিপি থেকে পদত্যাগ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়বেন তাসনিম জারা