ডাবল সেঞ্চুরিতে
ইনজামামের রেকর্ড ভাঙলেন শান মাসুদ

পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ প্রথম শ্রেণির ক্রিকেটে গড়েছেন নতুন ইতিহাস। মাত্র ১৭৭ বলে ডাবল সেঞ্চুরি করে তিনি পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম দ্বিশতকের রেকর্ড নিজের করে নিয়েছেন। এর মাধ্যমে প্রায় তিন দশক ধরে টিকে থাকা কিংবদন্তি ইনজামাম উল হকের রেকর্ড ভেঙে দিলেন তিনি।
প্রেসিডেন্টস কাপ ডিপার্টমেন্টাল টুর্নামেন্টে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন্স লিমিটেডের হয়ে সাহার অ্যাসোসিয়েটসের বিপক্ষে ম্যাচের প্রথম দিনেই এই কীর্তি গড়েন মাসুদ।
এর আগে ১৯৯২ সালে ইংল্যান্ড সফরে একটি ট্যুর ম্যাচে ১৮৮ বলে ডাবল সেঞ্চুরি করে দ্রুততম দ্বিশতকের রেকর্ড গড়েছিলেন ইনজামাম উল হক।
রোববার প্রথম দিনের খেলা শেষে শান মাসুদ ১৮৫ বলে অপরাজিত ২১২ রান করে মাঠ ছাড়েন। তার এই ইনিংস ম্যাচে দলের জন্য শক্ত ভিত গড়ে দেয়।
তবে সফরকারী ব্যাটসম্যান হিসেবে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড এখনো ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগের দখলে। তিনি ২০০৬ সালে লাহোর টেস্টে ১৮২ বলে দ্বিশতক হাঁকিয়েছিলেন।
৩৬ বছর বয়সী শান মাসুদ সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন। পিসিবি তাকে পূর্ণকালীন ‘ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যান্ড প্লেয়ার্স রিলেশনস’ পদে নিয়োগ দিতে চেয়েছিল। তবে আসন্ন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ও নিজের ক্রিকেট ক্যারিয়ারে মনোযোগ দিতে তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি।
উল্লেখ্য, চলতি বছর এর আগেই তাকে আন্তর্জাতিক ক্রিকেট ও খেলোয়াড় সম্পর্কবিষয়ক কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছিল পিসিবি।
ভিওডি বাংলা/ আরিফ







