‘আসল রূপ দেখালি’—এনসিপিকে নিয়ে সোহেল রানার পোস্ট

রাষ্ট্র সংস্কারের লক্ষ্য সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জামায়াতে ইসলামীর জোট গঠনের সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে বিষয়টি প্রকাশ্যে এলেও এনসিপি নেতৃত্বের দাবি—এই সমঝোতার মূল উদ্দেশ্য আদর্শগত কোনো আপস নয়, বরং রাষ্ট্র সংস্কার।
এনসিপি-জামায়াত জোট নিয়ে যখন রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে, তখন এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা ও মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘সেই তো তোদের আসল রূপ দেখালি, তবে এত দিন জনগণকে কেন বোকা বানালি।’
পোস্টে সরাসরি এনসিপির নাম উল্লেখ না করলেও কমেন্ট বক্সে তা স্পষ্ট হয়ে ওঠে।
এছাড়া আরেকটি পোস্টে সোহেল রানা লেখেন, ‘আখতারুজ্জামান, অলি আহমেদ—ধিক তোমাদের দুজনকে।’
উল্লেখ্য, সোহেল রানা ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সরাসরি রণাঙ্গনে অংশ নেন। যুদ্ধের পর চলচ্চিত্র জগতে প্রবেশ করে তিনি প্রযোজক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৭২ সালে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজনায় তার বিশেষ অবদান ছিল, যেখানে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অভিনয় করানো হয়।
ভিওডি বাংলা/ আরিফ






