• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফেনীর তিন আসনে মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা

ফেনী প্রতিনিধি    ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৭ পি.এম.
বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির নেতাকর্মীরা। ছবি: ভিওডি বাংলা

ফেনীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের কার্যালয়ে ফেনী–১, ২ ও ৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

দুপুর সাড়ে ১২টার দিকে ফেনী–১ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির নেতাকর্মীরা।

খালেদা জিয়া অসুস্থ থাকায় একই আসনে দলের বিকল্প প্রার্থী হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুও মনোনয়নপত্র জমা দেন। অপরদিকে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামাল উদ্দিনও এ আসনে মনোনয়নপত্র জমা দেন।

এদিকে ফেনী–২ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ভিপি মনোনয়নপত্র জমা দেন। জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অন্যদিকে ফেনী–৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এবং জামায়াতের প্রার্থী ফখরুদ্দিন মানিক মনোনয়নপত্র জমা দেন।

এ সময় বিএনপি, জামায়াত ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে ফেনীর তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ফেনী–১ আসনে ১৩ জন, ফেনী–২ আসনে ১৬ জন এবং ফেনী–৩ আসনে ১৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী ফেনী–১ আসনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশাপাশি আরও একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এটি দলের অনুমতি নিয়েই করা হয়েছে। তবে নেত্রীর বিকল্প কেউ নেই, তাঁর অসুস্থতার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী–১ আসনে খালেদা জিয়ার পক্ষে বিকল্প প্রার্থী রফিকুল আলম মজনু বলেন, বেগম খালেদা জিয়া এ আসন থেকে বিপুল ভোটে বারবার নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি তাঁকে সহযোগিতা করার জন্য কাজ করবে।

জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের মধ্যে নানা দ্বিধা ও মতভেদ থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্য ধরে রেখে জনগণের সমর্থন আদায়ের জন্য কাজ করব। জনগণ যে রায় দেবে আমরা সেটিই মাথা পেতে নেব।

ভিওডি বাংলা/ জহির আদনান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‎রান্না ও গবেষণা একসাথেই হবে বাকৃবি উদ্ভাবিত ‘বাউ বায়োচার চুলা’য়
‎রান্না ও গবেষণা একসাথেই হবে বাকৃবি উদ্ভাবিত ‘বাউ বায়োচার চুলা’য়
মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রউফ
সাতক্ষীরা-২ মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রউফ
ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ
ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ