আসুন দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি- তারেক রহমান

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আজকে যেহেতু এখানে আমাদের কোনো অনুষ্ঠান নেই। সেজন্য আমরা যদি এখন এই রাস্তা বন্ধ রাখি তাহলে সাধারণ মানুষের চলাফেরায় অসুবিধা হবে। যেহেতু এখানে আজকে আমাদের কর্মসূচি নেই সেহেতু আমরা চেষ্টা করি যতদ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য; যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে স্বাভাবিকভাবে।’
সোমবার (২৯ ডিসেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় বারান্দায় দাড়িয়ে এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আপনাদের সাথে যখন কর্মসূচি দিব ইনশাআল্লাহ, আপনাদের সামনে তখন বক্তব্য রাখব। সকলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি ও দোয়া করি যেন সবাই সুস্থ ও ভালো থাকুন। আর একটি কথা আমাদের যার যতটুকু অবস্থান আছে, সেখান থেকে আসুন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য; কোথাও যদি একটি কাগজ পড়ে থাকে ময়লা হয়ে থাকে, দরকার হলে আমরা সেটাকে সরিয়ে দিব। এভাবে ছোট ছোট কাজ করার মাধ্যমে আসুন দেশটাকে গড়ি তুলি। আর এখন আমি সবাইকে অনুরোধ করব দ্রুত আমরা রাস্তাটা খালি করে দেই। যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। সকলে ভালো থাকবেন ইনশা আল্লাহ; আমার জন্য দোয়া করবেন। দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।’
ভিওডি বাংলা/ এমএইচ







