চট্টগ্রাম-১৬
ধানের শীষের প্রার্থী হিসেবে পাপ্পা'র মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উৎসবমুখর পরিবেশে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন— চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সাখাওয়াত জামাল দুলাল, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাস্টার লোকমান আহমেদ, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শাহ জাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, চট্টগ্রাম আদালতে পাবলিক প্রসিকিউটর(পিপি) এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফজলুল কাদের চৌধুরী, বিএনপি নেতা শহিদুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সদস্য জাহেদুল হক জাহেদ, এডভোকেট শওকত ওসমান, উপজেলা যুবদলের আহবায়ক আবু আহমদ, সদস্য সচিব রাসেল চৌধুরী, এডভোকেট মাহমুদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ হেফাজ উদ্দিন সহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে " মিশকাতুল ইসলাম চৌধুরীপাপ্পা বলেন, “মহান আল্লাহর অশেষ রহমত এবং দলের নেতা-কর্মীদের নিরলস পরিশ্রমে আজ আমি ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে পেরেছি। চট্টগ্রাম-১৬ আসনের জনগণের সঙ্গে আমার এবং আমার পরিবারের সম্পর্ক বহুদিনের।”
তিনি আরও বলেন, “আমার প্রয়াত পিতা আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী'র অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জনগণের পাশে থাকাই আমার রাজনীতির মূল লক্ষ্য। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ। বাঁশখালী'র সাধারণ মানুষ পরিবর্তন চায়। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে এই আসনের ভোটাররা ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করবেন—এ বিষয়ে আমি আশাবাদী।”
মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা'র মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে বাঁশখালী নির্বাচনী এলাকায় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় ভোটারদের অনেকেই মনে করছেন, ক্লিন ইমেজ ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে তিনি এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন।
উল্লেখ্য, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সফল সভাপতি মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী'র সন্তান। কেন্দ্রীয় ও স্থানীয় রাজনীতিতে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় এবং জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত। তার প্রার্থিতাকে ঘিরে সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
ভিওডি বাংলা/ জয়নাল/ আ







