দিনাজপুর-৬
ছাত্রদল নেতৃবৃন্দের সাথে ‘দেশ গড়ার পরিকল্পনা’ প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুর-৬ আসনের বিভিন্ন ইউনিয়ন ছাত্রদল ও থানা ছাত্রদল নেতৃবৃন্দদের সাথে "দেশ গড়ার পরিকল্পনা" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা নবাবগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২ টায় দলীয় কার্যালয়ে থানা ছাত্রদল ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় দায়িত্বপ্রাপ্ত নেতা হিসাবে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্বিবদ্যালয় কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুর রহমান লিটু ও ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির নয়ন ও কেন্দ্রীয় সাঃ স্বাস্থ্য সংসদ ডাঃ আতিকুর রহমান তালুকদার ও ডেল্টা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ইবনে আবু হেনা মোস্তফা।
প্রশিক্ষণ কর্মশালাকালে তিনি বলেন - ‘স্বদেশ প্রত্যাবর্তন করে কৃতজ্ঞতা প্রকাশকালে জাতির উদ্দেশ্যে তারেক রহমান নিজের পরিকল্পনার কথা তুলে ধরেছেন। সেই পরিকল্পনা হলো- দেশ পুনর্গঠন এবং নাগরিক অধিকার নিশ্চিতকরণে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, খতিব ইমাম-মুয়াজ্জিন সাহেবগণের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়ন, নদী-খাল-বিল ও পরিবেশ রক্ষা, আনন্দময় শিক্ষা, দক্ষ জনশক্তি ও আধুনিক বাংলাদেশ, ক্রীড়া উন্নয়নের পরিকল্পনা। এই পরিকল্পনার কথাগুলি তাদের কাছে তুলে ধরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের চূড়ান্ত বিজয় তুলে আনতে হবে।"
এসময় নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল, সদস্য সচিব মুক্তি মাহফুজ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মতলুবুর রহমান সুজন, যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক ইসদানী আহম্মেদ রাসেল, যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির শাহী, ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাজেদুর রহমান সাগর সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অলিউর রহমান মিরাজ/ আ







