সারিয়াকান্দিতে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণে ব্যস্ত শিক্ষকরা

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণকে কেন্দ্র করে শিক্ষা অফিসে ব্যস্ত সময় পার করছেন শিক্ষকরা। উপজেলা শিক্ষা অফিস থেকে নতুন বই সংগ্রহ করে তা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছেন তারা। আগামী পহেলা জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা।
গত বছর দেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে পাঠ্যবই হাতে পায়নি। ফলে শিক্ষা কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটে। তবে নতুন বছরে সেই চিত্র বদলাতে যাচ্ছে। সারাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতেও ইতোমধ্যে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই এসে পৌঁছেছে। গত কয়েকদিন ধরে শিক্ষকরা উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে তাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুপাতে প্রয়োজনীয় বই বুঝে নিচ্ছেন। এরপর ব্যাটারিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহনে করে বইগুলো বিদ্যালয়ে পৌঁছে দিচ্ছেন তারা।
আগেভাগেই পাঠ্যবই হাতে পাওয়ায় শিক্ষকরা সন্তোষ প্রকাশ করে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। নির্ধারিত সময়েই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে শিক্ষকরা দিনক্ষণ গুনছেন।
সারিয়াকান্দি উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় অবস্থিত ১৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৫টি কিন্ডারগার্টেন স্কুলসহ বিভিন্ন বেসরকারি ও এনজিও পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১ লাখ ৪৭ হাজার সেট নতুন বই পাঠানো হয়েছে। এছাড়াও উপজেলার ২৯টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪টি মাদ্রাসায় নতুন পাঠ্যবই বিতরণের জন্য পাঠানো হয়েছে।
বই সংগ্রহে ব্যস্ত শিক্ষক সোহরাব হোসেন বলেন, “গত বছর সময়মতো বই না পাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় সমস্যা হয়েছিল। এবার আগেভাগেই বই পেয়েছি, এতে আমরা খুবই আনন্দিত। নতুন বইয়ের গন্ধে স্কুল প্রাঙ্গণ মুখরিত। বইয়ের মানও আগের চেয়ে ভালো হয়েছে। আশা করছি শিক্ষার্থীরা এবার স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে পারবে।”
সারিয়াকান্দি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ আলী বলেন, “আগামী ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার লক্ষ্যে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে বই পাঠানো হয়েছে। আশা করছি উৎসবমুখর পরিবেশে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারব। নতুন বইয়ের মাধ্যমে তারা নতুন নতুন জ্ঞান অর্জনের সুযোগ পাবে।”
ভিওডি বাংলা/ জাহিদ/ আ







