• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মনোনয়নপত্র জমা দিলেও শঙ্কায় তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক    ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ পি.এম.
ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রয়োজনীয় ভোটার স্বাক্ষর সংগ্রহ করে নির্বাচনী প্রক্রিয়ার প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

নির্বাচন কমিশনের (ইসি) বিধি অনুযায়ী, কোনো স্বতন্ত্র প্রার্থীকে নিজ নিজ নির্বাচনী এলাকার মোট নিবন্ধিত ভোটারের অন্তত ১ শতাংশের স্বাক্ষর সংগ্রহ করতে হয়। সে হিসেবে ঢাকা-৯ আসনে তাসনিম জারাকে ন্যূনতম ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে ভোটারদের স্বাক্ষর সংগ্রহ করছেন তাসনিম জারা।

গত রোববার তিনি স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করেছিলেন। খিলগাঁও ও বাসাবো এলাকায় বুথ স্থাপন করে ভোটারদের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করা হয়। অবশ্য সোমবার দুপুরের মধ্যেই তার টিম নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি স্বাক্ষর সংগ্রহ করতে সক্ষম হয় বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে ভোটারদের স্বাক্ষর সংগ্রহ করছেন তাসনিম জারা।

এরপর তাসনিম জারা সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কাছে সংগৃহীত স্বাক্ষর জমা দেন। যদিও শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিলেও শঙ্কায় রয়েছেন তিনি।

জামায়াতের সঙ্গে এনসিপির জোট গঠনের পর দল থেকে সরে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন তাসনিম জারা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মনোনয়নপত্র জমা দিলেন জেবেল রহমান গানি
নীলফামারী- ১ মনোনয়নপত্র জমা দিলেন জেবেল রহমান গানি
দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান
জড়ো হচ্ছেন নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান