ফুলবাড়ী
ছাত্রদলের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দেশব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৯ ডিসেম্বর বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আয়োজনে ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালা উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আল মারজান,ঢাবি ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, এ আই ইউ বি ছাত্রদলের সভাপতি শামসুদ্দোহা শাওন, এ আই ইউ বি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক
আল হেলাল হোসেন ইলমান, আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ায়েস কারনী,তেজগাঁও কলেজ ছাত্রদলের সদস্য রাকিবুল ইসলাম রানা,বাংলা কলেজ ছাত্রদলের কর্মী মনিরুজ্জামান নাহিদ,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, সদস্য সচিব শ্রীবিষ্ণুচন্দ্র সহ আরো অনেকে।
কর্মশালায় তিস্তা ব্যারেজের উন্নয়ন, নদী খাল বিল পুন: খনন করে পানি প্রবাহ নিশ্চিতকরণ, পরিবেশ রক্ষায়সহ বিএনপি'র দেশ গড়ার লক্ষ্যে পরিকল্পনা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
ভিওডি বাংলা/ জাহাঙ্গীর আলম/ আ







