কাঁদলেন ফখরুল
খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনীতিতে বিশাল শূন্যতা

খালেদা জিয়ার চলে যাওয়ার শোক ‘অপুরণীয়, জাতি কখনো পুরণ করতে পারবে না’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে এভারকেয়ার হাসপাতালের ব্রিফিং কক্ষে বিএনপি মহাসচিব আবেগময় কন্ঠে এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে এটা আমরা কখনো ভাবিনি। আমরা এবারও আশা করছিলাম। ঠিক আগের মতই আবারো তিনি সুস্থ হয়ে উঠবেন।আমরা ভারাক্রান্ত… ইতিমধ্যে আপনারা শুনেছেন মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার ঘোষণা আজ ভোর ছয়টায় আমাদের গণতন্ত্রের মা আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইল্লাল্লাহি রাজি।এই শোক, এই ক্ষতি ….. এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনদিন পূরণ করতে পারবে না।’
মির্জা ফখরুল বলেন, ‘যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য, তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই… এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতি একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনেও একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। আমরা দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমতিক্রমে আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি। সেই কর্মসূচিগুলো আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আপনাদের সামনে তুলে ধরছেন।’
‘প্রধান উপদেষ্টার ফোন’
মির্জা ফখরুল বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে। ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে, সাড়ে ১০টায় মধ্যেই তারা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন। সেই ক্যাবিনেট মিটিং এ তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শেষ কাজগুলো তার জানাজা, তার দাফন…. তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা, তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া এই বিষয়গুলি নিয়ে তারা সভা করবেন। এরপরে আমরা পুরো জিনিসটাকে সমন্বয়ক করে আবার সেটা আপনাদের সামনে জানাবো।’
‘স্থায়ী কমিটির জরুরী সভা’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলের, ‘আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে সাড়ে ১২টায়। সে মিটিংয়ে আমরা আরও বিস্তারিত কর্মসূচি গ্রহণ করব। আর সরকার যে সমস্ত কর্মসূচি তার সঙ্গে সমন্বয় আমরা করব এবং সে বিষয়গুলো আমরা আপনাদেরকে পরে জানাব।’
এর আগে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভোর ৬টায় আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান।
এই ব্রিফিঙের সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনসহ মেডিকেল বোর্ডের সদস্যরা ছিলেন।
গত ২৩ নভেম্বর তিনি এই হাসপাতালে ভর্তি হন। ২৭ নভেম্বর তার অবস্থার অবণতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। শেষ সময় পরযন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
ভিওডি বাংলা/ এমএইচ


