• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার মৃত্যুতে ভিওডি বাংলা’র সম্পাদক আবদুস সালামের শোক

খালেদা জিয়ার অবদান দেশ ও জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে- আবদুস সালাম

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ এ.এম.
ভিওডি বাংলা’র সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। ছবি-সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার ভোর ৬ টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভিওডি বাংলা পরিবার ও ভিওডি বাংলা’র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

এক শোক বার্তায় চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভিওডি বাংলা’র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার আপসহীন নেতৃত্বের ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে, মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশ ও জাতির প্রতি তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার ইন্তেকাল একটি যুগের সমাপ্তি
বাংলাদেশ ন্যাপ খালেদা জিয়ার ইন্তেকাল একটি যুগের সমাপ্তি
খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনীতিতে বিশাল শূন্যতা
কাঁদলেন ফখরুল খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনীতিতে বিশাল শূন্যতা
খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক ঘোষণা বিএনপির
খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক ঘোষণা বিএনপির