সার্বিক কার্যক্রম কো-অর্ডিনেট করতে কেবিনেট বৈঠকে আমন্ত্রিত ছিলাম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বেশি কিছু বলার নেই; আমাদের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বর্তমান অন্তর্বর্তী সরকার তারা তাদের শোক জানিয়েছেন। এবং আমাকে আজকে দেশনেত্রীর জানাজা, দাফনসহ সার্বিক কার্যক্রম কো-অর্ডিনেট করার জন্য আজকে তাদের কেবিনেট বৈঠকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সে বিষয়ে আলোচনা হয়েছে; কিছুক্ষণ পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি আপনাদের অবহিত করবেন।’
মঙ্গলবার ৩০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের বৈঠক থেকে বের হয়ে মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টা তিনি মনে হয় জাতির উদ্দেশ্য ভাষণও দেবেন। যেহেতু তাদের বৈঠক ছিল সুতরাং তারাই জানাবেন। আমাদের বিষয়গুলো আমরা আপনাদের সকালেই জানিয়েছি। দুপুর সাড়ে ১২টায় বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক আছে। সেই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে অবহিত করা হবে।টাইম টু টাইম জানাতে থাকব, সেক্ষেত্রে আপনাদের(গণমাধ্যম) সহযোগিতা প্রত্যা করছি।আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।’
ভিওডি বাংলা/ এমএইচ

