টপ নিউজ
মায়ের মরদেহ হাসপাতালে রেখে বাসায় ফিরছেন তারেক রহমান
জ্যেষ্ঠ প্রতিবেদক
৩০ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ এ.এম.

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি-সংগৃহীত
মমতাময়ী মা মরহুমা বেগম খালেদা জিয়াকে দেখে এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশান বাসভবনে যাচ্ছেন তারেক রহমান। গতকাল রাতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ছুটে আসেন তিনি। শেষ সময়ে মায়ের পাশেই ছিলেন তিনিসহ পরিবারের সকল সদস্যবৃন্দ।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার ভোর ৬ টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

