কান্নার রোল চলছে নয়াপল্টনে, চলছে কোরআন খতম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। প্রিয় নেত্রীর মৃত্যুতে কান্নার রোল পড়েছে তাদের মধ্যে। অনেকেই হাউমাউ করে কাঁদছেন। অনেক নেতাকর্মী খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনাকে দায়ি করে তার ফাঁসি দাবি করছেন।
এদিকে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পর থেকেই কোরআন খতম শুরু হয়েছে। উত্তোলন করা হয়েছে কালো পতাকা।
প্রসঙ্গত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার ভোর ৬ টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ভিওডি বাংলা/ এমএম







