• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেখ হাসিনার শোকবার্তা

গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান অপরিসীম

ভিওডি বাংলা ডেস্ক    ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ পি.এম.
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি-ফেসবুক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক মাধ্যমে এ শোকবার্তা প্রকাশ করা হয়।

শোকবার্তায় শেখ হাসিনা বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান অপরিসীম। তাঁর মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি। আমি তাঁর ছেলে তারেক রহমান ও পরিবারের অন‍্যান‍্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করছি মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপির সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন।

প্রবল গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সেখানেই আছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বাংলাদেশের রাজনীতিতে তিনদশকের বেশি সময় ধরে দুই সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তি হলেন খালেদা জিয়া ও শেখ হাসিনা। দেশ ও দেশের বাইরেও তারা পরিচিতি ‘দুই নেত্রী’ হিসেবে। পঁচাত্তর পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে তারাই এ দেশের রাজনীতিতে প্রভাব রেখেছেন সবচেয়ে বেশি। খালেদা জিয়া ও শেখ হাসিনা দুজনে একটা সময়ে পর্যায়ক্রমে সরকার প্রধান হয়ে দেশকে নেতৃত্ব দিয়েছেন। একজন যখন সরকার প্রধান হয়েছেন, অন্যজন তখন থেকেছেন বিরোধী দলীয় নেতার ভূমিকায় রাজপথে।

এক সময়, তাদের বৈরি সম্পর্ককে বিদেশি সংবাদমাধ্যমগুলো ‘দুই বেগমের যুদ্ধ’ হিসেবেও চিত্রিত করেছে।।

খালেদা জিয়া ও শেখ হাসিনা নেতৃত্বে বিএনপি ও আওয়ামী লীগ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান নিয়ে মুখোমুখি থেকেছে দশকের পর দশক ধরে। ২০০৪ সালের একুশে আগাস্টে গ্রেনেড হামলায় ‘হাসিনাকে হত্যার চেষ্টার জন্য’ আওয়ামী লীগ দায়ী করে আসছে বিএনপিকে। অন্যদিকে বিএনপিও ‘খালেদার অসুস্থতার জন্য’ হাসিনাকে দায়ী করেছে।

২০১০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে শহীদ মইনুল সড়কের বাসা থেকে উৎখাত হন খালেদা। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন বর্জনের পর বিএনপি সংসদের বাইরে চলে যায়। রাজনৈতিকভাবে সেই চাপের সময়ে খালেদা জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় একের পর এক মামলা।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে তাকে কারাগারে পাঠায় আদালত। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাতেও তার সাজার রায় হয়।

এর দুবছর পর কোভিড মহামারীর সময়ে ২০২০ সালের ২৫ মার্চ অনেকটা আকস্মিকভাবেই আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় খালেদা জিয়াকে। শর্ত অনুযায়ী তাকে থাকতে হয় গুলশানের বাসায়, চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতিও তার ছিল না।

২০২০ সালে গুলশানের বাসায় ফেরার পর বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। কয়েক দফা বড় ধরনের অস্ত্রোপচারও হয় তার শরীরে। সে সময় চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে খালেদার পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন করা হলেও সাড়া দেয়নি আওয়ামী লীগ সরকার। সে সময় সংবাদ সম্মেলনে খালেদার হাসপাতালে যাওয়ার সমালোচনা করতেও দেখা গেছে শেখ হাসিনাকে।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে পরিস্থিতি পাল্টে যায়। ওই বছর ৭ অগাস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান খালেদা জিয়া। পরে উচ্চ আদালত তাকে দুই মামলা থেকেও খালাস দেয়। ফলে তার দুর্নীতির দায়ে দণ্ডিত হওয়ার কালিমা ঘোচে। আওয়ামী লীগের সময়ে করা বিভিন্ন মামলা থেকে মুক্ত হন খালেদার দলের জ্যেষ্ঠ নেতারাও।

এর মধ্যে চলতি বছর জানুয়ারিতে লন্ডনে গিয়ে চিকিৎসা করিয়ে আসেন খালেদা জিয়া। ত্রয়োদশ সংসদ নির্বাচনেও অংশ নেওয়ার কথা ছিল তার।

সোমবার ছিল নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিএনপির অন্যান্য প্রার্থীদের সঙ্গে খালেদা জিয়ার নামেও তিন আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়।

এদিকে প্রবল গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সেখানেই আছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার দলের জ্যেষ্ঠ নেতাদের কয়েকজন গ্রেপ্তার হলেও অধিকাংশই এখনও আত্মগোপনে রয়েছেন।

এর মধ্যে একের পর এক মামলার আসামি করা হয়েছে শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগের নেতাদের।

জুলাই গণঅভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া তিনি কারদণ্ড পেয়েছেন প্লট দুর্নীতির মামলাতেও। আর কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করায় এবার নির্বাচনও করতে পারছে না তারা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ জিয়ার পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন খালেদা জিয়া
বুধবার বাদ জোহর জানাজা শহীদ জিয়ার পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন খালেদা জিয়া
কান্নার রোল চলছে নয়াপল্টনে,  চলছে কোরআন খতম
কান্নার রোল চলছে নয়াপল্টনে,  চলছে কোরআন খতম
রাজনীতির প্রতি অনীহা থেকে জাতীয় ঐক্যের প্রতীক
রাজনীতির প্রতি অনীহা থেকে জাতীয় ঐক্যের প্রতীক