• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মালয়েশিয়ায় ১ বছরে ৯০ হাজার অবৈধ অভিবাসী আটক

ভিওডি বাংলা ডেস্ক    ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

চলতি বছর মালয়েশিয়াজুড়ে পরিচালিত অভিযানে ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)।

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে মোট ১৩ হাজার ৬৭৮টি অভিযানের মাধ্যমে ২ লাখ ৩৫ হাজার ৩৪৩ জন বিদেশিকে তল্লাশি করা হয়েছে। এদের মধ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর কার্ডধারী ৫ হাজার ২৯৪ জনও ছিলেন।

তিনি জানান, অভিযানে সরাসরি আটক হওয়া অবৈধ অভিবাসীর সংখ্যা ৫০ হাজার ৪৭২ জন। এছাড়া দেশের প্রধান প্রবেশপথ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তান্তরের মাধ্যমে আরও ৪১ হাজার ৩৫৭ জনকে আটক করা হয়।

অভিযানে সবচেয়ে বেশি আটক হয়েছেন ইন্দোনেশিয়ার নাগরিক-১৫ হাজার ৩৮৫ জন। এরপর বাংলাদেশি ১১ হাজার ১০৫ জন, মিয়ানমারের ৯ হাজার ৭৮৯ জন, ফিলিপাইনের ৪ হাজার ৩৬৫ জন, পাকিস্তানের ২ হাজার ৪৯৭ জন, ভারতের ১ হাজার ৬৩০ জন, থাইল্যান্ডের ১ হাজার ৪৯৩ জন, চীনের ১ হাজার ৩৮ জন, ভিয়েতনামের ৯০৯ জন এবং নেপালের ৭৬৯ জন নাগরিক। বাকিরা অন্যান্য দেশের নাগরিক।

এদিকে অবৈধ অভিবাসীদের চাকরি দেওয়া ও আশ্রয় দেওয়ার অভিযোগে আটক হওয়া মালিকদের মধ্যে সবচেয়ে বেশি স্থানীয় নাগরিক-২ হাজার ১২ জন। এছাড়া বাংলাদেশি ৩৪ জন এবং ইন্দোনেশীয় ২১ জন মালিককেও আটক করা হয়েছে। পাকিস্তান, চীন, থাইল্যান্ড ও মিয়ানমারের নাগরিক মালিকরাও এই তালিকায় রয়েছেন।

ইমিগ্রেশন বিভাগ জানায়, আটক অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, মেয়াদোত্তীর্ণভাবে অবস্থান এবং কাজের অনুমতির অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। প্রাপ্ত অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিদেশি শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে এসব অভিযান পরিচালনা করা হয়।

দাতুক লোকমান এফেন্দি রামলি বলেন, ‘অবৈধ অভিবাসী নিয়োগ ও আশ্রয় দেওয়ার ক্ষেত্রে আইন লঙ্ঘনকারী মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইমিগ্রেশন বিভাগ কঠোর অবস্থানে রয়েছে এবং প্রতিশ্রুতিবদ্ধ।’

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চীনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিএনপির বিজয় দিবস উদযাপন
চীনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিএনপির বিজয় দিবস উদযাপন
মালয়েশিয়ায় মহান বিজয় দিবস উদযাপন
মালয়েশিয়ায় মহান বিজয় দিবস উদযাপন
লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩১০ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩১০ বাংলাদেশি