• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার মৃত্যু: ঢাবির সব ক্লাস-পরীক্ষা ৩ দিন বন্ধ

ঢাবি প্রতিনিধি    ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:১৪ পি.এম.
ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি-সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিন ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এতে বলা হয়েছে, ‘যথাযোগ্য ভাবগাম্ভীর্য রক্ষা করে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান ও মর্যাদা প্রদর্শনের লক্ষ্যে আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।’

এছাড়া শোক পালনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পরবর্তী কর্মসূচি জানানো হবে বলেও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন ও কর্মকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সেমিনার ও অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’সহ সকল হল/হোস্টেল এবং আবাসিক এলাকার মসজিদে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআনখানি, দোয়া ও মোনাজাত করা হবে। অন্যান্য ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হবে।

ভিওডি বাংলা/এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বাস-ট্রেনের বিশেষ ব্যবস্থা
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বাস-ট্রেনের বিশেষ ব্যবস্থা
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবি’র ৬ ডিনের পদত্যাগ
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবি’র ৬ ডিনের পদত্যাগ
২৭ ডিসেম্বর ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা
২৭ ডিসেম্বর ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা