• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘খুব দ্রুত’ গাজার দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আশায় ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ পি.এম.
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে ‘খুব দ্রুত’ পৌঁছানোর ব্যাপারে আশাবাদী। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, হামাস যদি দ্রুত নিরস্ত্রীকরণ না করে, তাহলে তাদের ‘নারকীয় পরিণতি’ ভোগ করতে হবে।

সোমবার ফ্লোরিডায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২০-দফা শান্তি পরিকল্পনায় হামাসকে নিরস্ত্রীকরণ করার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

ট্রাম্প দাবি করেন, গাজায় অব্যাহত সামরিক অভিযান সত্ত্বেও ইসরায়েল তাদের পরিকল্পনার প্রায় ‘শতভাগ’ বাস্তবায়ন করেছে। তিনি আরও বলেন, হামাস যদি আগেই সম্মত হওয়া নিরস্ত্রীকরণ প্রক্রিয়া বাস্তবায়ন না করে, তাহলে তাদেরকে কঠিন মূল্য দিতে হবে।

এছাড়া ট্রাম্প বলেন, ইরান যদি পুনরায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র কর্মসূচি শুরু করে, তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্ভাব্য আরেকটি বড় হামলা সমর্থন করতে পারে।

এ হুমকির জবাবে ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা আলী শামখানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের ‘তাৎক্ষণিক ও কঠোর জবাব’ দেওয়া হবে।

গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপের সময়সূচি নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটি যত দ্রুত সম্ভব এগিয়ে নেওয়া উচিত। তিনি আরও জানান, নিরস্ত্রীকরণ শেষ হলে গাজার পুনর্গঠন কার্যক্রমও খুব শিগগির শুরু করা যেতে পারে।

উল্লেখ্য, গত অক্টোবরে গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হয়। দ্বিতীয় ধাপে হামাসকে নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এরপর শুরু হবে গাজার পুনর্গঠন প্রক্রিয়া।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৩
মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৩
ভারতে প্রবেশের দাবি নাকচ করলো মেঘালয় পুলিশ
হাদির হত্যাকারী ভারতে প্রবেশের দাবি নাকচ করলো মেঘালয় পুলিশ
মিয়ানমারে ‘সাজানো’ নির্বাচনে তরুণদের অনীহা
মিয়ানমারে ‘সাজানো’ নির্বাচনে তরুণদের অনীহা