• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার মৃত্যু

পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সদস্যভুক্ত সব পোশাক কারখানা এক দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। আগামী বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সচিব মেজর মো. সাইফুল ইসলামের (অব.) সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সরকার এ উপলক্ষে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে বিজিএমইএ’র সদস্যভুক্ত সব পোশাক শিল্প-কারখানায় আগামী বুধবার এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলতি বছর টাকা পাচ্ছেন না ৫ ব্যাংকের আমানতকারীরা
চলতি বছর টাকা পাচ্ছেন না ৫ ব্যাংকের আমানতকারীরা
আজ সারা দেশে ব্যাংক খোলা থাকবে
সাপ্তাহিক ছুটির দিন আজ সারা দেশে ব্যাংক খোলা থাকবে
শীতের সবজির দাম কমেছে
শীতের সবজির দাম কমেছে