গণতন্ত্র ও দেশপ্রেম প্রশ্নে বেগম জিয়াকে স্মরণ করতে হবে: দুদু

রাজনীতিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখনো আপস করেননি বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে প্রয়াত বেগম খালেদা জিয়াকে দেখে বেরিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশে যখনই গণতন্ত্র, দেশপ্রেম এবং নিখুদ ভাবে মানুষের জন্য কাজ করার প্রশ্ন আসবে, তখনই মানুষকে খালেদা জিয়াকে স্মরণ করতে হবে। তিনি সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের পাশে তিনিই সবচেয়ে বেশি ছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি রাজপথে লড়াই করেছেন।
তিনি বলেন, দেশের যেকোনো সংকটকালে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন, বারবার রাজপথে নেমেছেন। তিনি কখনো আপসের রাজনীতি করেননি, আপসের চোরাবালিতে পা দেননি।
এর আগে মঙ্গলবার ভোর ৬টায় মেডিক্যাল বোর্ড বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করা হয়।
ভিওডি বাংলা/সবুজ/ এমএইচ




