• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যে পথ দিয়ে যাবে খালেদা জিয়ার মরদেহ, জানাল ডিএমপি

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ পি.এম.
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি- সংগৃহীত

দেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া'র নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

বুধবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাঁর মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছাবে। কোন পথ দিয়ে খালেদা জিয়া'র মরদেহ নিয়ে যাওয়া হবে তা আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞপ্তিতে অনুসারে, খালেদা জিয়া'র মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে ও কুড়িল ফ্লাইওভার দিয়ে নৌ সদর দপ্তর হয়ে তাঁর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছাবে। সেখান থেকে গুলশান-২ ও কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে এয়ারপোর্ট রোড দিয়ে মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, উড়োজাহাজ ক্রসিং হয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় পৌঁছাবে। 

বিজ্ঞপ্তিতে ডিএমপি'র তরফে আরও জানানো হয়েছে, 'মরহুমার পবিত্র মরদেহ বহনকারী কনভয়ের যাতায়াতের সময় সংশ্লিষ্ট সড়ক সমূহে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।' 

উল্লেখ্য, আজ মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় 'আপসহীন নেত্রী' খ্যাত খালেদা জিয়ার। তাঁর মৃত্যুতে দেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক ও আগামীকাল বুধবার জানাজা উপলক্ষে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দেন। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান-চীনসহ বিভিন্ন দেশের রাষ্ট্র-সরকার প্রধানদের শোক
ভারত-পাকিস্তান-চীনসহ বিভিন্ন দেশের রাষ্ট্র-সরকার প্রধানদের শোক
৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি
খালেদা জিয়ার মৃত্যু ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি
খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে: আইন উপদেষ্টা
খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে: আইন উপদেষ্টা