• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যে কোনো আগ্রাসনের কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক    ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ পি.এম.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

তেহরান যদি তার পরমাণু কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প পুনরায় শুরু করে, তাহলে ইরানে আবারও বড় ধরনের হামলা চালানো হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই হুমকির জবাবে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, “যে কোনো আগ্রাসনের জবাব ইরান দেবে কঠোরভাবে। আমাদের ওপর হামলা হলে আগ্রাসনকারীরা তার পরিণতি ভোগ করবে।”

এর আগে সোমবার ফ্লোরিডার মার-আ-লাগোতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান আবারও অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির কাজ শুরু করেছে বলে তিনি জানতে পেরেছেন।

ট্রাম্প বলেন, “আমরা জানি তারা কোথায় যাচ্ছে এবং কী করছে। তারা যদি এসব বন্ধ না করে, তাহলে আমাদের আর কোনো বিকল্প থাকবে না।” তিনি আরও বলেন, প্রয়োজনে বি-২ বোমারু বিমানে ইরানে হামলা চালাতে মাত্র ৩৭ ঘণ্টা সময় লাগবে।

উল্লেখ্য, ইরান পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে-এই অভিযোগে গত ১২ জুন ইসরায়েল ইরানে বিমান হামলা চালায়। এক সপ্তাহ পর সেই অভিযানে যুক্তরাষ্ট্রও যুক্ত হয়।

সূত্র: রয়টার্স

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর খবর
আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর খবর
ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১৬
ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১৬
মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৩
মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৩