• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চলতি কর বছরে ৩০ লাখ ছাড়াল ই-রিটার্ন দাখিল

নিজস্ব প্রতিবেদক    ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

চলতি কর বছরের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত ৩০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গত ৪ আগস্ট ২০২৫ তারিখে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ২০২৫–২৬ কর বছরের ই-রিটার্ন দাখিল কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন।

এনবিআর জানিয়েছে, বিশেষ আদেশের মাধ্যমে এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ নাগরিক, শারীরিকভাবে অসমর্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ব্যতীত সকল ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

মাসভিত্তিক হিসাবে আগস্টে ২ লাখ ৫১ হাজার, সেপ্টেম্বরে ৩ লাখ ১ হাজার, অক্টোবরে ৪ লাখ ৫৪ হাজার, নভেম্বরে ১০ লাখ ৪০ হাজার এবং ডিসেম্বর মাসে এ পর্যন্ত প্রায় ১০ লাখ করদাতা রিটার্ন দাখিল করেছেন। গত বছর একই সময়ে রিটার্ন দাখিল করেছিলেন প্রায় ১০ লাখ ২ হাজার করদাতা।

করদাতাদের সুবিধার্থে রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ৪০ লাখের বেশি করদাতা রিটার্ন দাখিল করবেন বলে আশা করছে এনবিআর।

এনবিআর জানিয়েছে, কোনো কাগজপত্র আপলোড ছাড়াই করদাতারা আয়-ব্যয় ও সম্পদের তথ্য অনলাইনে দিয়ে ঘরে বসেই কর পরিশোধ ও রিটার্ন দাখিল করতে পারছেন। প্রয়োজনে ১৮০ দিনের মধ্যে সংশোধিত রিটার্নও জমা দেওয়া যাচ্ছে।

ই-রিটার্ন সংক্রান্ত সহায়তার জন্য এনবিআর কল সেন্টার (০৯৬৪৩-৭১৭১৭১) চালু রেখেছে এবং সারাদেশে হেল্পডেস্কের মাধ্যমে করদাতাদের সহায়তা প্রদান করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলতি বছর টাকা পাচ্ছেন না ৫ ব্যাংকের আমানতকারীরা
চলতি বছর টাকা পাচ্ছেন না ৫ ব্যাংকের আমানতকারীরা
আজ সারা দেশে ব্যাংক খোলা থাকবে
সাপ্তাহিক ছুটির দিন আজ সারা দেশে ব্যাংক খোলা থাকবে
শীতের সবজির দাম কমেছে
শীতের সবজির দাম কমেছে