খালেদা জিয়া জাতির অভিভাবক ছিলেন : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ যে সংকটকালের মধ্য দিয়ে যাচ্ছে, আমাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা নতুন করে শুরু হয়েছে—এই সময় বেগম খালেদা জিয়া জাতির অভিভাবক হিসেবে ছিলেন। আমাদের এই ক্রান্তিকালে উনাকে ও উনার উপস্থিতি অনেক প্রয়োজন ছিল।’
বাংলাদেশ যে সংকটকালের মধ্য দিয়ে যাচ্ছে, আমাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা নতুন করে শুরু হয়েছে—এই সময় বেগম খালেদা জিয়া জাতির অভিভাবক হিসেবে ছিলেন। আমাদের এই ক্রান্তিকালে উনাকে ও উনার উপস্থিতি অনেক প্রয়োজন ছিল।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আজ পুরো জাতির মধ্যে শোক নেমে এসেছে। আমরা গুলশান কার্যালয়ে এসেছিলাম শোক ও শ্রদ্ধা জানাতে। বেগম খালেদা জিয়া অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। আমরা চেয়েছিলাম এবং মহান আল্লাহর কাছে দোয়া করেছিলাম এবারও যেন তিনি সুস্থ হয়ে ওঠেন।’
তিনি বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে, সার্বভৌমত্ব সংগ্রামে বেগম খালেদা জিয়া অবিস্মরণীয় হয়ে থাকবেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে ২৪-এর ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, উনার আপসহীন মনোভাব ও দৃঢ়তা সেটা বাংলাদেশের গণতন্ত্রকামী মুক্তিকামী মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে।’
এনসিপির এই নেতা বলেন, ‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আধিপত্যবাদ মুক্ত করতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণা হয়ে থাকবেন, এই প্রজন্মের কাছে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে।
আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই, যেন এই শোক তার পরিবার ও পুরো জাতিকে সইবার শক্তি দিক এবং তার যে লড়াই, সেই লড়াইকে ধারণ করে আমরা বাংলাদেশকে ও বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব।’
ভিওডি বাংলা/ এমএইচ







