• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে সই করলেন তিন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ এ.এম.
শোকবইয়ে সই করছেন তিন উপদেষ্টা। সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলটির গুলশান কার্যালয়ে খোলা শোকবইয়ে সই করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারয়ার ফারুকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হয়ে তিন উপদেষ্টা শোকবইয়ে স্বাক্ষর করেন।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

এর আগে সশরীরে এসে শোকবইয়ে স্বাক্ষর করছেন ঢাকায় দায়িত্বরত বিভিন্ন দেশের কূটনীতিকরা। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনরাও আসছেন শোক জানাতে।

এরই মধ্যে শোকবইয়ে স্বাক্ষর করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, পাকিস্তান, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড জার্মানি, ইরান, ওমান, আলজেরিয়া, কাতার, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ব্রুনেই, ফিলিস্তিন, স্পেন, মরক্কো, ভুটান, ব্রাজিলসহ ২৮ দেশের প্রতিনিধি।

ভিওডি বাংলা/ এস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়া দল নয়, তিনি দেশের নেতা: পররাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়া দল নয়, তিনি দেশের নেতা: পররাষ্ট্র উপদেষ্টা
যে পথ দিয়ে যাবে খালেদা জিয়ার মরদেহ, জানাল ডিএমপি
যে পথ দিয়ে যাবে খালেদা জিয়ার মরদেহ, জানাল ডিএমপি
ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
খালেদা জিয়ার মৃত্যু ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী