ড. কামাল
আমরা গণতান্ত্রিক অভিভাবক হারালাম

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা একজন দেশপ্রেমিক ও গণতান্ত্রিক অভিভাবককে হারালাম। গণতান্ত্রিক সংগ্রামে তিনি এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।
ড. কামাল হোসেন আরও বলেন, খালেদা জিয়া দুঃসময়ে বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন। তার সুযোগ্য নেতৃত্বে দল ঐক্যবদ্ধ হয় এবং জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন, তিনজোটের রূপরেখা প্রণয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার আপসহীন নেতৃত্ব জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্যায়ের সঙ্গে আপস না করার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, যা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
ড. কামাল হোসেন আরও উল্লেখ করেন, বিগত সরকারের সময় খালেদা জিয়ার প্রতি যে সীমাহীন জুলুম ও নির্যাতন করা হয়েছে, তা দেশের মানুষ কখনও গ্রহণ করেনি; বরং তিনি জনগণের আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে উঠেছেন।
শোকবার্তায় ড. কামাল হোসেন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
ভিওডি বাংলা/ আরিফ







