• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শোকবইতে স্বাক্ষর

খালেদা জিয়ার মৃত্যু দেশের জন্য শুন্যতা : ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক    ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ এ.এম.
শোক বইয়ে স্বাক্ষর করছেন সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখ চরমোনাই। সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আনুষ্ঠানিক শোক জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখ চরমোনাই। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় শায়েখ চরমোনাই গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে শোক বইতে দেশের এই মহান নেত্রীকে স্মরণ করে শোকবার্তা দেন এবং বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত করে সমবেদনা জানান।

শোক বইয়ে তিনি লিখেন, “দেশ একজন দেশপ্রেমিক নেতৃত্ব হারালো। আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার মাগফিরাতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি।” 

এসময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমরান সালেহ প্রিন্স, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, তাবিথ আউয়াল প্রমুখ। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা খলিলুর রহমান ও কে এম শরীয়াতুল্লাহও উপস্থিত ছিলেন।

শোক প্রকাশের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শায়েখ চরমোনাই বলেন, “বাংলাদেশের একজন অভিভাবক দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দেশবাসী শোকাহত। আমরাও শোক প্রকাশ করছি। তার পরিবার ও শোকাহত জনতার প্রতি আমাদের সহমর্মিতা। তিনি দীর্ঘদিন রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যু দেশের জন্য শুন্যতা তৈরি করবে। আমরা আশাবাদী যে, তার শুন্যস্থান আরেকজন দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে পূরণ হবে।”

ভিওডি বাংলা/ এস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া
সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া
মায়ের মরদেহের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান
মায়ের মরদেহের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান
অন্তর্মুখী গৃহবধূ থেকে রাজপথের অগ্নিকন্যা
অন্তর্মুখী গৃহবধূ থেকে রাজপথের অগ্নিকন্যা