খালেদা জিয়ার মৃত্যুতে আবেগাপ্লুত বুলবুল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ক্রীড়াঙ্গনের প্রতিনিধিরাও।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।
বুলবুল বলেন, “১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ের পর বিভিন্ন জায়গায় সংবর্ধনা দেওয়া হয়েছিল। তৎকালীন বিএনপির পক্ষ থেকে মিন্টু রোডে আয়োজিত সংবর্ধনায় বক্তৃতার সময় আমি অনিচ্ছাকৃতভাবে একটি ভুল বলেছিলাম, যা কিছুক্ষণ নীরবতা সৃষ্টি করেছিল। পরে তা সঙ্গে সঙ্গে সংশোধন করি। ঘটনাটি আজও আমার মনে গভীরভাবে দাগ কেটে আছে।”
তিনি আরও বলেন, “আমরা যখন আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতাম, তখন তিনি আমাদের দাওয়াত দিতেন। আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত ছিল রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ, যা তিনি নিজ হাতে আমার গলায় পরিয়ে দিয়েছিলেন।”
বিসিবির পক্ষ থেকে শোক প্রকাশের বিষয়ে তিনি জানান, “আগামীকাল শোক দিবস উপলক্ষে পতাকা অর্ধনমিত রাখা হবে। এখানে কোনও রাজনৈতিক বিষয় নেই—আমরা সবাই দেশের নাগরিক এবং শোকাহত।”
বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে সেসময়ের সরকারের সহায়তার কথাও স্মরণ করে বুলবুল বলেন, “২০০৪ সালে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন এবং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামসহ বিভিন্ন ভেন্যু নির্মাণে যে সহযোগিতা পাওয়া গেছে, তা দেশের ক্রিকেট এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
ভিওডি বাংলা/ আরিফ







