নতুন করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ইরান-ভেনেজুয়েলা

ইরান ও ভেনেজুয়েলার মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র-সংক্রান্ত বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের (ট্রেজারি ডিপার্টমেন্ট) পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়।
অর্থ মন্ত্রণালয় জানায়, ইরানের ড্রোন বাণিজ্য ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহায়তার অভিযোগে ইরান ও ভেনেজুয়েলার মোট ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় রয়েছে—
- ইরানের তৈরি ড্রোন কেনার অভিযোগে একটি ভেনেজুয়েলান কোম্পানি ও এর চেয়ারম্যান
- ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত রাসায়নিক সংগ্রহে জড়িত তিনজন ইরানি নাগরিক
- যুক্তরাষ্ট্রের আগেই নিষিদ্ধ ঘোষিত ‘রায়ান ফ্যান গ্রুপ’-এর সঙ্গে সংশ্লিষ্ট ইরানভিত্তিক কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠান
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এসব নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কর্মকাণ্ডসংক্রান্ত জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা এবং তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও জোরদার করা।
বিবৃতিতে আরও বলা হয়, ইরান ভেনেজুয়েলাকে প্রচলিত অস্ত্র সরবরাহ করছে, যা পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থের জন্য হুমকি। এই ধরনের অস্ত্র বাণিজ্য বন্ধে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ নীতি পুনরায় কার্যকর করেন। এরপর থেকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার পাশাপাশি সামরিক অবস্থানও কঠোর করেছে। গত গ্রীষ্মে ইসরায়েল-ইরান উত্তেজনার সময় যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।
ভিওডি বাংলা/ আরিফ







