• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘর শোকবার্তা

আন্তর্জাতিক ডেস্ক    ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ এ.এম.
বেগম খালেদা জিয়া ও জাতিসংঘ। ছবি: কোলাজ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ (ইউএন)। একই সঙ্গে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে জাতিসংঘের পক্ষ থেকে প্রকাশিত এক শোকবার্তায় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ গভীরভাবে শোকাহত। শোকবার্তায় সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালনকালে আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বার্তায় আরও বলা হয়, “এই শোকের সময়ে জাতিসংঘ সাবেক প্রধানমন্ত্রীর পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে।”

এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে সরকার বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার প্রয়াণে মালদ্বীপের প্রেসিডেন্টের শোক প্রকাশ
খালেদা জিয়ার প্রয়াণে মালদ্বীপের প্রেসিডেন্টের শোক প্রকাশ
সম্পর্ক ভাঙা নিয়ে সংঘর্ষ, প্রেমিকের মৃত্যু
সম্পর্ক ভাঙা নিয়ে সংঘর্ষ, প্রেমিকের মৃত্যু
‘খুব দ্রুত’ গাজার দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আশায় ট্রাম্প
‘খুব দ্রুত’ গাজার দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আশায় ট্রাম্প