• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেষবারের মতো ফিরোজায় খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক    ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ এ.এম.
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ শেষ বারের মত তার গুলশানস্থ বাসভবন ‘ফিরোজায়’ নেওয়া হয়েছে। বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িটি ফিরোজায় প্রবেশ করে।

সকাল ৯টার একটু আগে এভারকেয়ার হাসপাতাল থেকে তিনবারের প্রধানমন্ত্রীর মরদেহ বের করা হয়। ফিরোজা ভবনে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন স্বজন ও দলীয় নেতাকর্মীরা। পরে তাকে জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

এদিকে, ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো থেকে বুধবার (৩১ ডিসেম্বর) সকালে নেতাকর্মীরা মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে রওনা দেবেন বলে জানা গেছে।

সরজমিনে দেখা গেছে, খালেদা জিয়ার মৃত্যুর খবরে সবার মুখে মলিনতার ছাপ। তাছাড়া, দলীয় কার্যালয়গুলোতে শোক আর শূন্যতা বিরাজ করছে। কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া
সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া
মায়ের মরদেহের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান
মায়ের মরদেহের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান
অন্তর্মুখী গৃহবধূ থেকে রাজপথের অগ্নিকন্যা
অন্তর্মুখী গৃহবধূ থেকে রাজপথের অগ্নিকন্যা